মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্কাউট দিবস পালিত

| প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারী ২০২০ | ৯:২১ অপরাহ্ন

 

ইবি প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় রোভার ডেন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি আখতার হোসেন আজাদের সভাপতিত্বে রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, আরএসএল অধ্যাপক ড. কামরুল হাসান ও অধ্যাপক ড. আমিনুল ইসলামসহ রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

একুশে/এআর/এএ