মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চবিতে সাইকেল চুরির অভিযোগে যুবক আটক

| প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারী ২০২০ | ৫:০৩ অপরাহ্ন


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের দ্বিতীয় ফটকের সামনে থেকে তাকে আটক করে নিরাপত্তা কর্মীরা।

আটক নাসির উদ্দীন সুমনের (৩০) গ্রামের বাড়ি ফেনী জেলায়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সামনের ফটক থেকে ওই বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে সিসি ক্যামেরা দেখে চোর চিহ্নিত করা হয়। পরে আজ নাসিরকে ক্যাম্পাসে দেখা গেলে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আনা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান একুশে পত্রিকাকে বলেন, এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরায় নাসিরকে একটি সাইকেল নিয়ে যেতে দেখা যায়। পরে আজ তাকে ক্যাম্পাসে দেখা গেলে আটক করা হয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।