মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মুজিববর্ষেই সরকারিকৃত শিক্ষক-কর্মচারিদের অ্যাডহক নিয়োগের দাবি

| প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারী ২০২০ | ৭:২৪ অপরাহ্ন


চট্টগ্রাম: মুজিববর্ষের মধ্যেই সরকারিকৃত সব শিক্ষক-কর্মচারিদের অ্যাডহক নিয়োগ ও পদসৃজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের চট্টগ্রাম শাখার নেতারা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বাসকশিপ চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়ক অধ্যাপক সামছুল আলম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যাপক মোছলেহ উদ্দীন সিরাজী, বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যাপক শিবু শংকর বোস, কেন্দ্রিয় সহ-সভাপতি অধ্যাপক মিয়া খান চৌধুরী, বিভাগীয় সি.সহ-সভাপতি মো.নাছির উদ্দীন, বিভাগীয় সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ এয়াছিন, চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, মো.ইয়াছির আরাফাত ও জাহেদুল ইসলাম।

এর আগে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, দেশের যেসব উপজেলায় স্কুল ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণ করা হবে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের আগস্টে ২৭১টি কলেজ জাতীয়করণের সরকারি আদেশ জারি হয়।

এ ছাড়া বিভিন্ন সময়ে আরও ২৮টি কলেজসহ সরকারের গত আমলে মোট ২৯৯ কলেজ জাতীয়করণ করা হয়। এরপর দেখা দেয় নতুন সমস্যা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের দাবি ছিল- সরকারি করা কলেজের শিক্ষকদের নন-ক্যাডার রাখতে হবে। এ জন্য তারা দীর্ঘদিন আন্দোলনও করেন। আর সরকারিকৃত কলেজ শিক্ষকদের দাবি ছিল তাদেরও ক্যাডারভুক্ত করার।

দুই পক্ষের এমন বিপরীতমুখী অবস্থানের মধ্যেই চূড়ান্ত হয়, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’। নানা চড়াই-উতরাই পেরিয়ে এতটা পথ পাড়ি দিয়ে আসার পর প্রায় দশ হাজার কলেজ-শিক্ষক ও ছয়-সাত হাজার কর্মচারী ভেবেছিলেন শিগগির তাদের সুদিন আসবে। কিন্তু তাদের সেই অপেক্ষার প্রহর আজও শেষ হয়নি।