
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৮৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছে ঝিনাইদহ জেলা সমিতি। আগামী ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জেলা সমিতির নবীনবরণ অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেল ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে জেলা সমিতির বৃত্তি প্রদান কমিটির কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।
অধ্যাপক প্রভাষ কুমার বলেন, ঝিনাইদহ জেলার অস্বচ্ছল, মেধাবী ও এতিম মোট ৮৫ জনকে ‘জাহেদী ফাউন্ডেশন স্কলারশিপ-২০২০’ ও ‘মেয়র মিন্টু স্কলারশিপ-২০২০’ বৃত্তি প্রদান করা হবে। মোট ১৭০ শিক্ষার্থীর আবেদন থেকে যাচাই-বাছাই শেষে ৮৫ জনকে বৃত্তির জন্য মনোনীত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান বৃত্তিপ্রদান অনুষ্ঠান উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নূর-উর-রহমান সংবর্ধিত অতিথি এবং রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস্ লিমিটেড ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসের শাহারিয়ার জাহেদী মহুল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জনসংযোগ দপ্তরের প্রশাসক আরও জানান, ওইদিন বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হবে। পরে মিলনায়তনে অনুষ্ঠানের মূলপর্ব শুরু হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
একুশে/ওআর/এএ