মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

১৯ দেশের ৬৪ বিতার্কিকের ব্রিটিশ সংসদীয় তর্কযুদ্ধ এশিয়ান ইউনিভার্সিটিতে

চট্টগ্রাম প্রথম আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা
| প্রকাশিতঃ ১ মার্চ ২০২০ | ৫:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম : এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ডিবেটিং সোসাইটির (এইউডব্লিওডিস) আয়োজনে এলিট পেইন্ট-এর সহযোগিতায় “তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের প্রত্যয়” স্লোগানকে সামনে নিয়ে দুইদিনব্যাপী (২৮ ও ২৯ ফেব্রুয়ারী) চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১ম আর্ন্তজাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় ব্রিটিশ সংসদীয় ইংরেজী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ অব ডিবেটরস এবং রানার আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় । বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড।
এই বিতর্ক প্রতিযোগতায় ১৯টি দেশের ৬৪ জন বিতার্কিকদের সমন্বয়ে ৩২ টি দল অংশগ্রহন করে । বিতর্ক পর্বের ১ম দিনে ৩২ টি দলের মধ্যে তর্কযুদ্ধ অনুষ্ঠিত হয় । এবং শেষ দিন সেখান থেকে নির্বাচিত ১৬ দল হতে ৮ দল, পর্যায়ক্রমে ৪ দল শ্রেষ্ঠত্ব অর্জন করে। যে দলগুলো ফাইনাল পর্বে অংশগ্রহণ করে তারা হলো ব্র্যাক ইউনিভার্সিটি দল ১ (নায়ারা নুর, আলিয়া ফাইরুজ), ব্র্যাক ইউনিভার্সিটি দল ২ (রিশোন ইসলাম, সাজিদ হাসনাত), নর্থসাউথ ইউনিভার্সিটি (মাহতাব খন্দকার, মমতাজ রহমান মেঘা) ও ঢাকা ইউনিভার্সিটি গ্রুপ অব ডিবেটরস (শেখ রাফি আহমেদ, মেঘ মাল্লার বোস) ।
বিচারকাজ পরিচালনা করেন ১৫ জন বিচারক এবং এতে সার্বিক সহযোগিতা করেন ৩২ জন সংগঠক, সার্বক্ষণিক বিতর্ক প্রতিযোগিতা  উপভোগ করেন ৩শ’ দর্শক। এবারের বিতর্কে ১৯ টি দেশ হতে আগত বিতার্কিকরা তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের বিষয়টি তাদের যুক্তি-তর্কের মাধ্যমে তুলে ধরেন।
আয়োজকরা বলেন, এটা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিতর্ক প্রতিযোগিতা, যেটির মাধ্যমে বৈচিত্র্যময় স্বাংস্কৃতিক বিভিন্ন বিষয়সমূহ উঠে এসেছে এবং চমৎকার এক তার্কিক যুদ্ধ উপস্থাপিত হয়েছে । প্রতিযোগিতাটি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের থিমের সাথে সংশ্লিষ্ট। যেটার মূল উপজীব্য হচ্ছে এশিয়া ও মধ্য প্রাচ্যের নারীদের শিক্ষা, উৎসাহ ও ক্ষমতায়নের মাধ্যমে নেতৃত্বের সুমহান অবস্থানে অধিষ্ঠিত করা।
চট্টগ্রামে ১ম আর্ন্তজাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় এশিয়ান ইউনিভাসিটি ফর উইমেন (এইউডব্লিও) ছাড়াও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ,বুয়েট, চুয়েট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ, প্রিমিয়ারসহ দেশের শীর্ষস্থানীয়, ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় ও বিতর্ক প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে।