মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে চবিতে মানববন্ধন

| প্রকাশিতঃ ২ মার্চ ২০২০ | ৫:৫৫ অপরাহ্ন


চবি প্রতিনিধি : ভারতের দিল্লিতে সিএএ ও এনআরসিবিরোধী আন্দোলনকারীদের উপর সাম্প্রতিক হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এর আগে গতকাল রোববার একই দাবিতে মানববন্ধন করে চবি ছাত্র ইউনিয়ন।

সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তারা ‘সাম্প্রদায়িক দাঙ্গা আর নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড ধর্মীয় কোন কাজ নয়, সকল ধর্মই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে’ লেখা সম্বলিত নানান প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শাখাওয়াত হোসেন শিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুর রহমান।

এসময় বক্তারা বলেন, ভারত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হওয়া সত্বেও সংখ্যালঘু মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের নির্যাতন এবং অগ্নিসংযোগ কখনোই কাম্য নয়।