
চবি প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগ কর্মী রাকিব খুন ও খুলনার কয়রা উপজেলার ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান রাসেল সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০ টায় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুণরায় সোহরাওয়ার্দী হলের সামনে এসে সমাবেশ করে।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘শিবিরের চামড়া, তুলে নেব আমরা‘, বঙ্গবন্ধুর বাংলার, রাজাকারের ঠাঁই নাই, চবির মাটি ছাত্রলীগের ঘাঁটি, আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই,” প্রভৃতি স্লোগান দেন।
তারা ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, রোববার (১ মার্চ) রাত ৮ টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১ নং আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ও হামলা করে। এতে গুরুতর আহত হয়ে ছাত্রলীগ কর্মী রাকিব মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক।
একইদিন খুলনা জেলার কয়রা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন এবং এদিন ঢাকায় আনার পথে তিনিও মারা যান। এ দুই নেতাকর্মী হত্যায় ঘটনায় বিক্ষোভ করে ছাত্রলীগ।