মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

যৌথভাবে সিরিজ সেরা তামিম-লিটন

| প্রকাশিতঃ ৬ মার্চ ২০২০ | ১১:২৯ অপরাহ্ন


ঢাকা: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে টাইগাররা জয় পেয়েছে বৃষ্টি আইনে ১২৩ রানে। এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দুজনই দুটি করে সেঞ্চুরি করেছেন। তাই সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারও তারা পেয়েছেন যৌথভাবে।

তিন ম্যাচে দুইটি সেঞ্চুরিতে লিটন দাস মোট ৩১১ রান করেছেন। তিনিই এই সিরিজের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। শুক্রবার ১৭৬ রান করে লিটন হয়েছেন ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক। এদিন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে লিটনের হাতে।

অন্যদিকে, তিন ম্যাচে তামিম ইকবাল করেছেন ৩১০ রান। তারও দুইটি সেঞ্চুরি। সিরিজের দ্বিতীয় রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম ইকবাল।