মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

দুই মামলায় জিকে শামীমের জামিনে ডেপুটি এটর্নি জেনারেলের বিস্ময়

| প্রকাশিতঃ ৮ মার্চ ২০২০ | ১:৩৩ পূর্বাহ্ন

ঢাকা : টেন্ডারকিং খ্যাত, ক্যাসিনো সম্রাট জিকে শামীমের অস্ত্র ও মাদকের দুটি মামলায় জামিন পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন ডেপুটি এটর্নি জেনারেল শফিকুর রহমান খান

শনিবার রাত সাড়ে ১২ টায় একটি বেসরকারি  টেলিভিশনের টক শোতে সংযুক্ত হয়ে এই বিস্ময় প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, কুখ্যাত ক্যাসিনো সম্রাট জিকে শামীম দুটি মামলায় জামিন পাওয়ায় আমি হতবাক হয়েছি। কীভাবে তিনি জামিন পেলেন আগামিকাল আদালতে গিয়ে আমি খবর নেব। এসময় জাল-জালিয়াতির মাধ্যমে জামিন নেয়া হতে পারে বলেও আশংকা প্রকাশ করেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ এ আইন কর্মকর্তা।

এদিকে, এর আগে গত ৪ ও ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জিকে শামীম জামিন পেলেও বিষয়টি প্রকাশ পায় শনিবার । একটি একবছর ও অপরটিতে ছয় মাস জামিন পেয়েছেন বলে তার আইনজীবী সাংবাদিকদের জানিয়েছেন।

ক্যাসিনোবিরোধী অভিযোগের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার ক‌রে আইনশৃঙ্খলাবা‌হিনী।

অভিযা‌নের সময় জি ‌কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে ৪টি মামলা করা হয়। এর মধ্যে গত ২৮ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় বিচার শুরু হ‌য়ে‌ছে।