মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আন্দোলনের মুখে চবির সেই প্রবীর ঘোষকে ১ বছর মেয়াদে বহিষ্কার

| প্রকাশিতঃ ৮ মার্চ ২০২০ | ১:১৫ অপরাহ্ন


চবি প্রতিনিধি : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রবীর ঘোষকে ১ বছর মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীকে লাঞ্চিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় প্রবীর ঘোষকে ১ বছরের জন্য বহিস্কার করা হয়েছে। আর এই বহিস্কারাদেশ পহেলা মার্চ থেকে কার্যকর হবে। এই সময় বিশ্ববিদ্যালয় থেকে তার ভর্তি বাতিল ও কোন রকম ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ ও ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ থাকবে।

এর আগে এক ছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে গত রোববার (১ মার্চ) প্রবীর ঘোষকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে সাজা পাওয়ার ৩ দিনের মাথায় জামিন পাওয়াকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দিয়েছিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) ওই শিক্ষার্থী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পরীক্ষা দিতে আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষার হলের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করে এবং তার ছাত্রত্ব বাতিলের দাবিতে প্রশাসনকে ২ ঘণ্টার আল্টিমেটাম দেয়। সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।

আজ রোববার (৮ মার্চ) সকাল থেকে ছাত্রীর শ্লীলতাহানিকারী ওই ছাত্রের বহিস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেলা সাড়ে ১২টার দিকে তাকে ১ বছরের জন্য বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।