শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চবি ছাত্রলীগের সংঘর্ষে হল ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২০ | ৭:০৯ অপরাহ্ন


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় এ এফ রহমান হল ভাঙচুর-লুটপাটের ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রভোস্ট বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হলটির প্রভোস্ট ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এ কমিটি গঠন করেন।

আজ বুধবার (১১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করে খসরুল আলম কুদ্দুসী বলেন, হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. ফারুক হোসেনকে আহবায়ক ও আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক সুদীপ্ত শর্মা, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন ও প্রভাষক কাজী রবিউল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ মার্চ শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধরকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ বিজয়ের সঙ্গে কনকর্ড ও সিক্সটি নাইন গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এ সময় ছয় রাউন্ড ফাঁকা গুলি, পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের কর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ৮৭টি রুম ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।