
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের একটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক গাছপালা পুড়ে গেছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদের মধ্যবর্তী পাহাড়ে এই আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন একুশে পত্রিকাকে বলেন, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই আমরা।
এর আগে গত ১১ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পেছনের পাহাড়ে আগুন দেখা যায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে পাহাড় কাটা, বৃক্ষনিধন ও দফায় দফায় আগুন লাগার ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, এভাবে পাহাড়ে আগুন লাগার ফলে যেমন লতা-গুল্ম পুড়ে ছাই হচ্ছে তেমনি জ্বলে যাচ্ছে বড় গাছও। পাহাড় কাটা, বৃক্ষনিধন, আগুন লাগার ফলের বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে, হুমকির মুখে পড়ছে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র। শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের উচিত এসব বিষয়ে কড়া নজর দেওয়া।