মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৫ দাবিতে মধ্যরাতে চবির মেডিকেল সেন্টার অবরোধ

| প্রকাশিতঃ ১৫ মার্চ ২০২০ | ২:৪২ অপরাহ্ন


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সেন্টারে পর্যাপ্ত প্রয়োজনীয় ঔষধ, অ্যাম্বুলেন্স, চিকিৎসা সরঞ্জাম এবং প্রশিক্ষিত ডাক্তার নিয়োগসহ ৫ দফা দাবিতে মেডিকেল সেন্টারে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যায় একজন ছাত্রের চিকিৎসা নিয়ে সমস্যা দেখা দিলে রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কয়টি ছেলেদের হল ও ক্যাম্পাসের আশেপাশে থাকা কটেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী মেডিকেল সেন্টার অবরোধ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভও দেখায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সহকারী প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা ৫ দফা দাবি পেশ করে।

দাবিগুলো হলো, সরকারি বাজেট এবং শিক্ষার্থীদের থেকে আদায়কৃত মেডিকেল ফি বাবদ আদায় করা টাকা দিয়ে ঔষধ কিনে মেডিকেল সেন্টারে মজুত করতে হবে। ৬টি অ্যাম্বুলেন্সের ৬টিকেই সার্বক্ষণিক সেবা দিতে হবে এবং কোনো শিক্ষক বা কর্মচারী ব্যক্তিগত প্রয়োজনে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে না। চিকিৎসার জন্য মেডিসিন কোর্স করা কোনো ব্যক্তির কর্কশ ব্যবহার আর নড়বড়ে চিকিৎসা ব্যবস্থা চলবে না। অবিলম্বে প্রশিক্ষিত চিকিৎসক নিয়োগ দিতে হবে। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে হবে। এবং সুন্দর সাবলীল এবং মার্জিত ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ একুশে পত্রিকাকে বলেন, প্রক্টরিয়াল বডি রাতেই সমস্যার সমাধান করেছে। তাদের অভিযোগগুলো লিখিত আকারে দিলে আমরা পদক্ষেপ নেবো।

একুশে/আইএস/এসআর