
চবি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণীল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
সোমবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের সব কয়টি আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয়েছে বাহারি রঙের বাতিতে। যা পুরো ক্যাম্পাসকে রাঙিয়ে তুলেছে।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে চবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কমিয়ে আনা হলেও থাকছে বেশ কিছু আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে রাত ১১ টা ৫০ মিনিটে আতশবাজি ও মুজিববর্ষের মোমেন্ট কাউন্টডাউন উদযাপন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে থাকবে বেলুন উড়ানো। সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া এবং কেক কাটার অনুষ্ঠান।
এছাড়াও আগামীকাল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং উপাচার্যের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানান প্রক্টর এস এম মনিরুল হাসান।