বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা বোর্ডে এইচএসসি’র প্রবেশপত্র বিতরণ স্থগিত

প্রকাশিতঃ ২২ মার্চ ২০২০ | ১:২৩ অপরাহ্ন

ফাইল ছবি

ঢাকা : করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বোর্ডের আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা এক আদেশে ঢাকা বোর্ডের আওতাধীন সব কলেজের অধ্যক্ষদের এই বিষয়টি জানিয়ে দেন।

পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, তাঁরা আশা করছেন অন্য শিক্ষা বোর্ডগুলোও একই ধরনের ব্যবস্থা নেবে।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা রয়েছে তবে ঢাকা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম পরীক্ষা পেছানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি আরও বলেন, পরীক্ষা হবে কি না এই বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামীকাল (২৩ মার্চ) সোমবার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

একুশে/এমএম