মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

স্বাস্থ্য মহাপরিচালকের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

| প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২০ | ৬:০৩ অপরাহ্ন


ঢাকা : করোনায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগ এনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আরো অভিযোগ করা হয়েছে যে, তিনি ইতোপূর্বে ডাক্তারদেরকে স্বয়ংসম্পূর্ণ বা কার্যকর ব্যক্তিগত নিরাপত্তা প্রোটেকশন ইকুইপমেন্ট সরঞ্জামাদি অর্থাৎ (পিপিই) সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) সকালে ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন)।

আইনজীবী মো. জে আর খান তার নোটিশে ডিজিকে দ্রুত পদত্যাগ করতে আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন অন্যথায় তার বিরুদ্ধে আইননানুগ পদক্ষেপ নেওয়া হবে।

তবে, এ প্রসঙ্গে বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ)-এর প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ বলেছেন, শুধু ডিজি একা কেন, তার সাথে অন্য যারা সংশ্লিষ্ট তাদেরকেও দায়িত্বে গাফেলতির জন্য দায়ী করা দরকার।

আইনজীবী তার নোটিশে আরও বলেন, সার্বিক বিবেচনায় ডিজি প্রফেসর মো. আবুল কালাম আজাদ তার পদ থেকে এর পূর্বেই পদত্যাগ করা যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি তা করেন নাই, তাই নোটিশ পাঠিয়ে নোটিশ প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব পদত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার অবিবেচক কার্যকালাপের জন্য সৃষ্ট সব ধরনের ক্ষতির জন্য তিনি দায়ী থাকবেন।