চবি: ‘কাছে দূরে ঐক্যের সুরে থাকবো মোরা হৃদয় জুড়ে’ এই মর্মে দিক্ষীত হয়ে ১৯৯৫ সালে পাহাড়ের পাদদেশে শাটলের ক্যাপাসে যাত্রা শুরু করে যমুনার কোল ঘেষে বেড়ে ওঠা পাবনা-সিরাজগঞ্জের একঝাক ছাত্রছাত্রীদের সংগঠন ‘পাবনা-সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতি’।
মঙ্গলবার বিকেলে কে.এম আতাউর রহমান রবিনকে (মনোবিজ্ঞান ৪র্থ বর্ষ) সভাপতি এবং শুভ চন্দ্রাস কে (চারুকলা ৩য় বর্ষ) সাধারণ সম্পাদক নির্বাচিত করে উক্ত সমিতির একবছর মেয়াদী ১২ তম কার্যনির্বাহী কমিটি। এ কমিটি অনুমোদন করেন সমিতির সাবেক সভাপতি ইমরুল কায়েস ইমরান (উদ্ভিদ বিজ্ঞান শেষবর্ষ)।
এ বিষয়ে কথা বললে নবাগত সভাপতি কে.এম আতাউর রহমান বলেন, আমাদের সমিতি ১৯৯৫ সাল থেকে চবি তে পাবনা-সিরাজগঞ্জ জেলা থেকে আগত ছাত্র-ছাত্রী দের প্রতিনিধিত্ব করে আসছে, আমরা প্রতিবছর কমিটি করে সমিতিকে সামনে এগিয়ে নিতে বদ্ধপরিকর।