মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলবে আদালত

| প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২০ | ৭:১৭ অপরাহ্ন


ঢাকা : করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমিত পরিসরে ভিডিও-অডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করতে সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ বৃহস্পতিবার জেলা জজ, মহানগর জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা আইনজীবী সমিতি বরাবর পাঠানো সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি ফর জুডিসিয়াল রিফর্মস এর ৬৮ দম সভার সিদ্ধান্তে হাইকোর্ট বিভাগ ও সকল অধস্তন আদালতে ভিডিও-অডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম সীমিত আকারে পরিচালনার জন্য প্রধান বিচারপতি মহোদয় বরাবর সবিনয়ে অনুরোধ করা হয়।

কমিটির সিদ্ধান্তে আরো উল্লেখ করা হয় যে, ইউএনডিপি-বাংলাদেশ এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করবে।

এমতাবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি ফর জুডিসিয়াল রিফর্মস এবং ইউএনডিপি-বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি সুবিধা প্রদান করার এবং দেশের সকল জেলা সমূহে উপস্থিত হয়ে বিচারক, আইনজীবী এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

এদিকে আইনজীবীদের দাবি এবং বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে প্রতি সপ্তাহে অন্তত দু’দিন দেশের সকল জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামিন শুনানিকালে কারাবন্দি আসামিদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালতে হাজির না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতিদের অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।