শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে জেএসসির ফলাফলে সর্বোচ্চ রেকর্ড

| প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর ২০১৬ | ৫:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস করেছে ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন শিক্ষার্থী; গতবছর পেয়েছিল ১২ হাজার ২৬৮ জন। পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশী পেয়েছে মেয়েরা। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে অংশ নিয়েছিল ১ লাখ ৭৯ হজার ৯৫ জন। তাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৫২৪ জন পাস করেছে। জেএসসি পরীক্ষা চালু হওয়ার পর এবারই চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান ফলাফলের বিভিন্ন দিক সাংবাদিকদের তুলে ধরেন। তিনি বলেন, ইংরেজি ও অংকে এবছর তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী পাস করায় সামগ্রিক পাসের হারে উন্নতি হয়েছে। এ বোর্ডে ইংরেজি প্রথম পত্রে পাসের হার এবার ৯৭ দশমিক ৩৬ শতাংশ, যা গত বছর ৯২ দশমিক ১৫ শতাংশ ছিল। আর ইংরেজি দ্বিতীয় পত্রে পাস করেছে ৯১ দশমিক ৭৪ শতাংশ, যা গতবছর ৯০ দশমিক ৭৮ শতাংশ ছিল। অংকে পাসের হার ৯৩ দশমিক ৭৭ শতাংশ থেকে বেড়ে এবার ৯৬ দশমিক ০৫ শতাংশ হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রামে মেয়েদের তুলনায় ছেলেরা পাস বেশী করেছে। চট্টগ্রামে মোট পরীক্ষার্থীদের মধ্যে ৯১ দশমিক ১৪ শতাংশ ছেলে পাস করেছে। মেয়েদের ক্ষেত্রে এ হার ৯০ দশমিক ৪২ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৮২০জন; ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১৫জন। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় দুই হাজার। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ২৬৮ জন, এবার পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন।

এদিকে পাসের হার বেড়েছে চট্টগ্রাম জেলা ও নগরীতেও। নগরীতে এবার পাসের হার ৯৪ দশমিক ১৮ শতাংশ। গতবার এ হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ। চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৮ দশমিক ৯২ শতাংশ। গতবার ছিল ৮২ দশমিক ৩৫ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯০ দশমিক ৬১ শতাংশ। গতবার ছিল ৮৫ দশমিক ২০ শতাংশ। এ বছর তিন পার্বত্য জেলায় বেড়েছে জেএসসির পাসের হার। রাঙামাটিতে পাস করেছে ৮৮ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী, যা গত বছর ৮১ শতাংশ ছিল। বান্দরবানে পাসের হার ৮৩ দশমিক ৫৫ শতাংশ, গতবছর ছিল ৭৭ দশমিক ৯৮ শতাংশ। আর খাগড়াছড়ির পাসের হার ৮৫ দশমিক ৩৭ শতাংশ থেকে বেড়ে ৮৯ দশমিক ৭০ শতাংশ হয়েছে।

জিপিএ-৫: শীর্ষ ৫ স্কুলঃ
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যার বিচারে গত বছরের মতো এবারও চট্টগ্রাম বোর্ডে শীর্ষে আছে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয়, খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজিয়েট হাই স্কুল। বাওয়া স্কুল থেকে ৪৩৩ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৬৭ জন। খাস্তগীর স্কুলের ৩৩০ পরীক্ষার্থীর মধ্যে ৩২১ জন এবং কলেজিয়েটের ৩২৪ ছাত্রের মধ্যে ৩০০ জন জিপিএ-৫ পেয়েছে। বাংলাদেশ নৌ বাহিনী স্কুলের ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০০ জন। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৯০ জন এবং সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ২৮৫ জন জিপিএ-৫ পেয়েছে।

সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, এবছর বোর্ডের সামগ্রিক ফলাফলে আমরা সন্তুষ্ট। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষা চালু হওয়ার পর এবারই পাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

এসময় চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব আবদুল মুবিনসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।