শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

| প্রকাশিতঃ ১৬ মে ২০২০ | ৩:৩৭ অপরাহ্ন


ঢাকা : দক্ষিণ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আজ, শনিবার রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। ২৪ ঘণ্টার মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে। তাইল্যান্ড ওই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘আমফান’। প্রথমে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তরমুখী হলেও, পরে বাঁক নিয়ে তা উত্তর-পূর্ব দিকে ধীরে ধীরে এগোবে।

এ কারণে দেশের ৭টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটির কারণে ঢাকাসহ দেশের আট অঞ্চলে ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেন, ‘একটা নিম্নচাপ ছিল সেটা আজ দুপুরের দিকে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তার যে মুভমেন্ট বা ইনটেনসেটিভ সে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে। আর সেটা আজ রাতের যেকোনো সময় ঘূর্ণিঝড়ে রূপ নেবে।’

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।