শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পাহাড়ে শিশুবরণ

| প্রকাশিতঃ ১ জানুয়ারী ২০১৭ | ৮:৩৪ অপরাহ্ন

শংকর চৌধুরী, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২০১৭ শিক্ষাবর্ষের জন্য সরকারিভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করা হয়েছে। রোববার সকালে জেলা সদরের পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মধ্যদিয়ে শিশুদের বরণ করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এবার জেলার ১ লক্ষ ৩ হাজার ৬শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা বর্ষের প্রথমদিনেই ৪ লক্ষ ৬৪ হাজার ৮ শত ৩৩টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো: মজিদ আলী (পিবিএম সেবা), উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক মংক্যচিং চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।