
একুশে প্রতিবেদক : ২১ জুন বিকাল ৪ টা ৪৬ মিনিটের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে আবারও ভূমিকম্প হয়েছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে।
তখন সোমবার ২২ জুন ভোর রাত ৪টা ৪০ মিনিট ৫২ সেকেন্ড। প্রায় সব মসজিদে ফজরের নামাজ আদায় করছিল মুসল্লিরা। এসময় ভূমিকম্পে কেঁপে উঠে চট্টগ্রাম ও তার আশপাশের বিভিন্ন এলাকা।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। যা গতকাল বিকালের ভূমিকম্পের মাত্রার চেয়েও বেশি। গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১৷
আজ এবং গতকালের ভূমিকম্প দুটিরই উৎসস্থল ভারতের মিজোরাম রাজ্য বলে জানা গেছে।