শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সৌদি আরবের ৯০ বছরের ইতিহাসে প্রথমবার এমন হজ

| প্রকাশিতঃ ২৯ জুলাই ২০২০ | ১:০৬ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মত সীমিত আকারে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এমন হজ কখনো দেখেনি মুসলিম উম্মাহ। মহামারীর কারণে এবার অন্য দেশ থেকে কারও মক্কা গমনে নিষেধাজ্ঞা থাকায় আজ থেকে শুরু হওয়া হজে সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত প্রবাসিরাই কেবল অংশ নিচ্ছেন। সবমিলিয়ে থাকবেন মোটে ১০ হাজার মানুষ। যাদের ৩০ শতাংশ সৌদি নাগরিক ও ৭০ শতাংশ সৌদি প্রবাসী।

আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ-বিগ্রহ আর দূর্যোগে হজ বাতিলের ইতিহাস আছে। তবে সৌদি রাজ প্রতিষ্ঠার ৯০ বছরে এমন হজের কোন নজির নেই। তাই এই ধরনের হজ বিশ্ববাসীর জন্য একেভারেই ভিন্ন ও নতুন।

বুধবার থেকে শুরু হয়ে হজের আনুষ্ঠানিকতায় বৃহস্পতিবার কাবা শরীফে গিলাফ পরানো হবে। বিবিসি জানায়, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য। এছাড়া প্রতি ৫০ জন হজযাত্রীর জন্য একজন করে চিকিৎসক নিয়োগ দিয়েছে সৌদি সরকার।

এবারের হজে যারা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা মক্কায় উপস্থিত হওয়ার পরপরই তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা ও ভাইরাস পরীক্ষা করা হয়েছে। অংশগ্রহণকারীদের হজ শুরুর আগে ও পরে কোয়ারেন্টিনেও থাকাটা বাধ্যতামূলক। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিনতেন বলেছেন, মক্কার হোটেলে চার দিন কোয়ারেন্টিনে থাকার আগে অংশগ্রহণকারীদের তাদের বাসায়ও কোয়ারেন্টিনে থাকতে হয়েছে।

বিধি অনুযায়ী, হজ পালনকারীরা কাবা শরিফে ও কালো পাথরে চুমু খেতে বা স্পর্শ করতে পারবেন না এবং শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়ে মারার জন্য আগে থেকে জীবাণুক্ত প্যাকেটজাত পাথর ব্যবহার করতে হবে। হজ পালনকারী ও হজে দায়িত্বপালনকারীদের অবশ্যই সুরক্ষা মাস্ক পড়তে হবে এবং তা ব্যবহার শেষে সুনির্দিষ্ট স্থানে ফেলতে হবে। হজ পালনকারীরা যেখানেই সমবেত হোন না কেন দুই জনের মধ্যে অন্তত দেড় মিটার দূরত্ব রাখতে হবে।

সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, হজ পারমিট ছাড়া হজের জন্য পবিত্র স্থান মিনা, মুযদালিফা ও আরাফাতের ময়দানে প্রবেশ ১৯ জুলাই (২৮ জিলক্বদ) থেকে হজের পঞ্চম দিন ১২ জিলহজ পর্যন্ত নিষিদ্ধ থাকবে।