শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মানবতাবিরোধী অপরাধী ইউসুফ আলীর মৃত্যু

| প্রকাশিতঃ ১৯ মে ২০১৬ | ১০:৪৬ পূর্বাহ্ন

dmcঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইউসুফ আলী (৭০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় তিনি মারা যান। কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০ এপ্রিল থেকে ইউসুফ আলী ঢাকা মেডিকেলের মেডিসিন সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।