চট্টগ্রাম: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইরফান আলীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার সংগঠন ছাত্রলীগ।
শনিবার এক শোক বার্তায় পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন প্রয়াত ছাত্রলীগ নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আদনান কোরাইশি জয়নুল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত লিভারের অসুস্থতাজনিত কারণে গত ২৬ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইরফান আলী; তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।