মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গৃহবধূ সাজেদার হত্যাকারী ঘাতক স্বামীর ফাঁসি দাবি

| প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০২০ | ৬:২৪ অপরাহ্ন


চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার হাজীরপুল এলাকায় পাষণ্ড স্বামীর হাতে নিহত গৃহবধু সাজেদা বেগম রিনার খুনি আতাউর রহমান বাবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা।

চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে নিহত গৃহবধু সাজেদা বেগম রিনার স্বজনরাসহ তার পৈত্রিক নিবাস নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়ার বিভিন্ন শ্রেণিপেশার নারীপুরুষ অংশ নেন।

মানববন্ধনে নিহত গৃহবধূ রিনার স্বজনরা অভিযোগ করে বলেন, সাজেদা বেগম রিনাকে স্বামী আতাউর রহমান বাবুল পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে বাসার ভেন্টিলেটরের সঙ্গে ঝুলিয়ে রাখে এবং এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করে।

মানববন্ধনে বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক নিহত সাজেদা বেগম রিনার ঘাতক স্বামী আতাউর রহমান বাবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নিহত সাজেদা বেগম রিনার বড় ভাই সরোয়ার আলম, চাচাতো ভাই গোলাম মোস্তফা, গিয়াস উদ্দিন তালুকদার ও ভাগনি সামিরা জামান সামিয়া বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট বায়েজিদ থানার হাজীরপুল এলাকার বাসা থেকে গলায় ওড়না পেঁচিয়ে ভেন্টিলেটরের সঙ্গে ঝুলানো অবস্থায় গৃহবধূ সাজেদা বেগম রিনার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গৃহবধু রিনার বড় ভাই বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করলে পুলিশ রিনার স্বামী আতাউর রহমান বাবুলকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে। বর্তমানে রিনার ঘাতক স্বামী আতাউর রহমান বাবুল কারাগারে রয়েছে। নিহত গৃহবধু সাজেদা বেগম রিনা চান্দগাঁও থানার শমসের পাড়ার মৃত মো. হাসেমের কন্যা।