মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ১১ যুবদল নেতা কারাগারে

| প্রকাশিতঃ ৭ সেপ্টেম্বর ২০২০ | ৮:৪১ অপরাহ্ন


চট্টগ্রাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রাম মহানগর আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) আটককৃত যুবদল নেতারা চট্টগ্রাম মহানগর জজ আদালতে আআত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

কারাগারে পাঠানো নেতারা হলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ম হামিদ, যুগ্ন সম্পাদক জমির আহমেদ মানিক, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাদশা, মোহরা ওয়ার্ড যুবদলনেতা মোহাম্মদ মনসুর আলম ও মোহাম্মদ মঈন উদ্দিন প্রমুখ।

তাদের সকলেই হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন বলে জানা গেছে।

এদিকে, ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, যে মামলাগুলোতে আজ ১১ জন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। আটক হওয়া সকলেই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন৷ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আজ চট্টগ্রাম জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। যেটি কখনো একটি গণতান্ত্রিক দেশের সরকারের আচরণ হতে পারে না।

আবু সুফিয়ান অবিলম্বে আটককৃত সকলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।