শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ফলাফল পুনঃনিরীক্ষণে ৪০২ শিক্ষার্থীর ভাগ্যবদল

| প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০১৭ | ৭:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলে আশানুরূপ ফল না পেয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন ৩ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে আবেদনের প্রেক্ষিতে পুনঃনিরীক্ষণ শেষে ভাগ্য খুলেছে ৪০২ জন পরীক্ষার্থীর।

রোববার চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, চট্টগ্রামের ২০ শিক্ষা থানার প্রাথমিক শিক্ষা সমাপনীর ২ হাজার ৯১৬ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ৪০৯ জন পরীক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকে ৩৪৫ জন ও ইবতেদায়ীতে ৫৭ জন সহ মোট ৪০২ পরীক্ষার্থীর ফলাফল সংশোধন করা হয়েছে। সংশোধিত ফলাফলে ৪০২ শিক্ষার্থীর জিপিএ বেড়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে সংশোধিত ফলাফল মন্ত্রণালয় ও চট্টগ্রামের ২০ শিক্ষা থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থীরা সংশোধিত ফলাফল হাতে পাবেন।

উল্লেখ্য, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলার ২০ শিক্ষা থানায় পাসের হার ছিল ৯৭.৫২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী। অন্যদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৯০.৮৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭২ জন পরীক্ষার্থী।