মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ব্লু জার্নাল বন্ধ না হলে ফাঁসি দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না : সুজন

| প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২০ | ৩:৪৬ অপরাহ্ন


চট্টগ্রাম : যতক্ষণ পর্যন্ত ইন্টারনেটে ব্লু জার্নাল প্রচার, ইয়াবা ও উত্তেজক বড়িসেবন বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত ফাঁসি দিয়েও ধর্ষণ বন্ধ করা যাবে না বলে মনে করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।

মন্ত্রীপরিষদের বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড অনুমোদন দেয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১৩ অক্টোবর) একুশে পত্রিকাকে মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

সুজন বলেন, ‘ধর্ষণ নতুন কোনো ঘটনা নয়, এ আদিমতা। মানুষের মধ্যে দুটি সত্ত্বা আছে, একটি এনিমেলিটি আরেকটা রেশনালিটি। পৃথিবীর সব প্রাণীর মধ্যেই প্রাকৃতিকভাবেই একধরনের হিংস্রতা বিরাজ করে। মনুষ্যত্ব ও বিবেকের বিকৃতি ঘটলে তা প্রকাশ পায়। আমি মনে করি যাদের মানসিক স্বাস্থ্য দূর্বল তারাই এধরনের ঘৃণিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘যারা বর্তমানে এসব বিষয় নিয়ে সোচ্চার তাদের মধ্যে অনেকই কিন্তু আড়ালে এসব কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে পড়ছে। ধর্ষণকে কেন্দ্র করে যারা বলছে “শেখ হাসিনার পদত্যাগ চাই”, তাদের কাছে আমার প্রশ্ন তিনি পদত্যাগ করলেই কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? অপপ্রচার বন্ধ করে যৌক্তিক দাবি করলে তার সমর্থন আমরা সবাই করতে রাজি আছি।’

তিনি আরো বলেন, আমাদের সকলের পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে হবে। নিজেদের মনুষ্যত্বকে সজাগ রাখতে হবে। “পাপীকে নয় পাপকে ঘৃণা করুন” এ কথা ছোটবেলায় আমরা সবাই পড়েছি। কিন্তু ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও ধর্ষক উভয়কে ঘৃণা করে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।

আমার অনুরোধ থাকবে যেটা খারাপ, অসুন্দর ও অস্বাস্থ্যকর আমরা সবাই মিলে যাতে সেটার বিরুদ্ধে দাঁড়াই-বলেন সুজন।