শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চুয়েটের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাব : ফজলে করিম

| প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০১৭ | ৭:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভেতরে-বাইরে সব ধরনের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। রোববার চুয়েটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, চুয়েট বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর জায়গা। এ চুয়েটকে ঘিরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠছে। চুয়েটের ভেতরে-বাইরে যে কোন অবকাঠামোগত উন্নয়নে আমি পাশে থেকে কাজ করে যাব।

তিনি আরো বলেন, হার-জিত বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহনের মানসিকতায়ই বড়। এর মাধ্যমে সুন্দর সংস্কৃতি ও প্রতিভার বিকাশ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। স্বাগত বক্তব্য রাখেন উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি.এম সাদিকুল ইসলাম।