
ধর্ম ও জীবন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দেয়া হল।
বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১০ হাজারের মতো বিদেশি মুসলিম রোববার ওমরাহ পালন করেছেন। এ বছর করোনাভাইরাস এসে সব কিছু বদলে দিয়েছে। হজ এবং ওমরাহ সবই বন্ধ ছিল সাত মাস।
সৌদি আরব পৌঁছানোর পর ওমরা পালনকারীদের ‘সেল্ফ আইসোলেশন’ বা অন্যদের থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হয়েছে তিন দিন। এরপরই তাদের কাবায় প্রবেশের অনুমতি মিলেছে তাদের।
সৌদি আরবে প্রায় সাড়ে তিন লাখ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচ হাজারের মতো। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন। সৌদি আরব এখন ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করছে, মসজিদগুলো খুলে দিচ্ছে।
স্থানীয়দের জন্যেও নিষেধাজ্ঞা ছিল। তবে অক্টোবর থেকে সৌদি নাগরিকদের ওমরাহ পালন করতে দেয়া হচ্ছে।
এ বছর মোটে ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেয়া হয়েছে। যেখানে সাধারণত প্রতি বছর গড়ে ২৫ লাখের মতো মুসলিম হজ পালনের সুযোগ পান। নিচের পুরনো এই ছবিতেই এ বছরের সাথে পার্থক্য পরিষ্কার।