শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

একুশে পত্রিকা কার্যালয়ে চিত্রনায়ক ফেরদৌস

| প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২০ | ১০:২১ অপরাহ্ন

চট্টগ্রাম : একুশে পত্রিকা কার্যালয়ে এসে চলচ্চিত্রে নিজের উত্থানের গল্প বলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ; মুখর আড্ডায় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশকে নিয়ে নিজের ভাবনাও।

আজ শুক্রবার সন্ধ্যায় একুশে পত্রিকা কার্যালয়ে এলে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানান একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার ও নির্বাহী সম্পাদক নারী নেত্রী এডভোকেট রেহানা বেগম রানু।

এ সময় একুশে পত্রিকার সম্পাদকীয় পরামর্শক নজরুল কবির দীপু, সম্পাদকীয় পরামর্শক এইচ এম জামাল উদ্দিন, একুশে পত্রিকার ভিডিও এডিটর ও রিপোর্টার নুরুল আবছার, রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক সুফিয়া বেগম, প্রাক্তন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহমুদ সালাহউদ্দিন, ইন্সপায়ার চট্টগ্রামের চেয়ারম্যান ও শিশু সংগঠক মো. সাজ্জাত হোসেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সাইফুল আলম খান, যুবলীগ নেতা ও ইন্সপায়ার চট্টগ্রামের পরিচালক, জাওইদ চৌধুরী, শাহাদাত নবী খোকা, সুমন চৌধুরী, চট্টগ্রাম আইটি ফেয়ারের পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় একুশে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা করেন ও প্রশংসা করেন দর্শকমন হরণ করা সুদর্শন নায়ক ফেরদৌস; তিনি বলেন, একুশে পত্রিকা ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। আমি আশা করবো, একুশে পত্রিকার চলার এই গতি অব্যাহত থাকবে, আরো সামনের দিকে এগিয়ে যাবে।

৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ফেরদৌস চলচ্চিত্রে নিজের উত্থান নিয়ে বলেন, চিত্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিঁড়ি হিসেবে কাজ করেছে। এমন একটা ছবিতে কাজ করতে পারবো, এটা আমি কল্পনাও করিনি। এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। আমি হ্যাপি এরকম একটি ছবিতে অভিনয় করতে পেরে।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক হিসেবে ফেরদৌসকে বাংলাদেশ থেকে কীভাবে বাছাই করেছেন বাসু চ্যাটার্জি- সে বিবরণও স্মৃতিচারণ করে জানান তিনি। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সফল ছবি ‘হঠাৎ বৃষ্টি’র শুটিং শেষ হবার আগে তিনি কাউকেই জানাননি ছবিটির কথা। এমনকি ১ম বলিউড ছবি ‘মিট্টি’র শুটিং ৫০ ভাগ শেষ হবার আগে কেউই জানতে পারেননি তিনি বলিউডের হিন্দি ছবি করছেন।

চিত্রনায়ক সালমান শাহর অসমাপ্ত চলচ্চিত্র ‘বুকের ভিতর আগুন’-এ অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক ফেরদৌসের। বর্তমানে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায়ও যুক্ত ফেরদৌস বাংলাদেশের চলমান রাজনীতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন।

তাঁর মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাতে দেশ থাকলে দেশ নিরাপদ থাকবে, বাংলাদেশ আরও এগিয়ে যাবে। নিজের অবস্থান থেকে সবসময় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাবেন বলেও জানান জনপ্রিয় এ চিত্রনায়ক।

আড্ডাশেষে একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের সদ্য প্রকাশিত গ্রন্থ রিপোর্টারের ডায়েরি ও নির্বাহী সম্পাদক রেহানা বেগম রানু রচিত জনপ্রতিনিধির ডায়েরি ফেরদৌসের হাতে তুলে দেওয়া হয়।