রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

তৃণমূলকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ : সাজেদা চৌধুরী

| প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারী ২০১৭ | ৭:৫৫ অপরাহ্ন

ঢাকা : তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগের বক্তা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বক্তা হিসেবে সাজেদা চৌধুরীর নাম ঘোষণার পর নিজ আসনেই বসেই বক্তৃতা দিতে ইচ্ছা পোষণ করেন তিনি। বক্তৃতার সময় সাজেদা চৌধুরীর চোখেমুখে অসুস্থতার ছাপ ফুটে উঠে। মাঝে মাঝে কথা আটকে যেতেও দেখা যায়।

তিন মিনিটের বক্তৃতার পুরো সময় আওয়ামী লীগের আজকের শক্ত অবস্থানের জন্য তৃণমূলকর্মীদের অবদানের ভূঁয়শী প্রশংসা করেন সাজেদা চৌধুরী।

বলেন, তৃণমূলকর্মীরাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। তারা আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের এমনও অনেক কর্মী আছে, ঠিকমতো খেতে পারে না, কিন্তু সর্বস্ব দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করছে।

আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে উল্লেখ করে সাজেদা চৌধুরী বলেন, আমি অসুস্থ, আমি থাকবো না, কিন্তু আপনারা থাকবেন, আওয়ামী লীগ থাকবে। আপনাদের উপর ভর করেই আওয়ামী লীগ আরও এগিয়ে যাবে।

এসময় পুরো হলজুড়ে মুহূর্মুহুর করতালির পাশাপাশি বর্ষীয়ান এই নেত্রীর স্বাস্থ্যগত দিক নিয়েও চিন্তিত হতে দেখা যায় অনেকেই।