শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

১৮ মার্চ আসছে তারকাবহুল ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’

| প্রকাশিতঃ ৩ মার্চ ২০২১ | ২:৫৫ অপরাহ্ন

বিনোদন ডেস্ক: তারকাবহুল ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’ ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভে আসছে ১৮ মার্চ। এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম ব্ল্যাক রঞ্জু। শ্যামল মওলা অভিনয় করেছেন বেগ চরিত্রে। আর মিথিলা একজন রাজনীতিবিদ, নাম রুমানা। জাকিয়া বারী মমকে দেখা যাবে মিনা চরিত্রে। বাস্টার্ড ভূমিকায় থাকছেন আরিফিন শুভ।

মোহাম্মদ নাজীম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের পলিটিক্যাল থ্রিলারধর্মী ‘কনট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। গতকাল প্রকাশ হয়েছে এর অফিসিয়াল পোস্টার। সঙ্গে ঘোষণা করা হয়েছে সিরিজটির মুক্তির তারিখ।

‘কনট্রাক্ট’ পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। অফিসিয়াল পোস্টারে ব্যবহার করা হয়েছে আরিফিন শুভ ও চঞ্চল চৌধুরীর ছবি।