মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নিউজিল্যান্ডের সেই মসজিদে বাংলাদেশি ক্রিকেটারদের নামাজ আদায়

| প্রকাশিতঃ ৫ মার্চ ২০২১ | ৮:২৬ অপরাহ্ন

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের সেই মসজিদে (আল নূর) জুমার নামাজ আদায় করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। মসজিদের সামনে গিয়েই সেই ঘটনার স্মৃতিচারণ করেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লিখা, এই হল সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের এই মসজিদে ব্যাপক আলোচনায় আসে। ওই বছরের ১৫ মার্চ অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এক শেতাঙ্গ মসজিদটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সে সময় নিউজিল্যান্ডের ওই শহরেই অবস্থান করছিল বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি টাইগারদের কয়েকজন ছিলেন মসজিদের অদূরেই। তারা ওই সময় নামাজের উদ্দেশে মসজিদের দিকেই যাচ্ছিলেন।

পরদিনই হ্যাগলি ওভালে শেষ টেস্ট খেলা প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন অনুশীলন ও সংবাদ সম্মেলন শেষ করে টিম বাসে করে আল নূর মসজিদের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়রা।

বাসটি আল নূর মসজিদে পৌঁছানোর আগেই সেখানে ব্রেন্টন ট্যারান্ট নামের ওই সন্ত্রাসী শুরু করেছিলেন হত্যাযজ্ঞ। সৌভাগ্যক্রমে বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটু দেরি করে মসজিদে পৌঁছানোয় প্রাণে রক্ষা পান।

দুই বছর পর আবারও নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।

মূল সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছে ক্রাইস্টচার্চে। সাত দিনের আইসোলেশন শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশ সফরে বাংলাদেশ দলের একটা রীতি প্রচলিত আছে। জুমার দিন খেলা না থাকলে পুরো দল একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন।