রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সরকারি বেতন দান করবেন ট্রাম্প!

| প্রকাশিতঃ ১৪ মার্চ ২০১৭ | ১১:৫০ অপরাহ্ন

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারি বেতন দান করে দেবার পরিকল্পনা করছেন।

প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, এ বছরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বেতন দান করে দেবেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হলে সরকারি চার লাখ ডলার বেতন নেবেন না তিনি।

তবে প্রেসিডেন্টের বেতন কোথায় দান করা হবে সেটি এখনো ঠিক হয়নি। স্পাইসার সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প তার সরকারি বেতন কোথায় দান করবেন সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ বা সাহায্য পেলে তিনি খুশি হবেন তিনি।