শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

করোনা আক্রান্ত ঋতুপর্ণা

| প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২১ | ১:২৮ অপরাহ্ন

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সপ্তাহ খানেক আগে শুটিং-এর কাজে মুম্বাই গিয়েছিলেন ঋতুপর্ণা। শুটিং করে ৭ মার্চ ফিরে যান সিঙ্গাপুরে। সেখানে ফিরে গিয়ে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এর মধ্যে জানতে পারেন তিনি কোভিড ১৯ পজিটিভ।

ঋতুপর্ণা লিখেছেন, ‘কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সবাইকে জানাতে চাই যে আমি ভালো আছি। আমার কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি, সব নিয়ম মানছি।’