রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অপশক্তিকে দৃঢ়তার সাথেই দমন করছেন প্রধানমন্ত্রী : এমপি বাদল

| প্রকাশিতঃ ১৮ মার্চ ২০১৭ | ৮:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: ‘বঙ্গবন্ধুু কন্যা শেখ হাসিনার সরকার অপশক্তিকে দৃঢ়তার সাথেই দমন করে যাচ্ছে। ইনিয়ে বিনিয়ে যেই যে কথায় বলুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে আছে।’

গত শুক্রবার (১৭ মার্চ) রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের অন্যতম নেতা মইন উদ্দিন খান বাদল এসব কথা বলেন।

নগরীর চান্দগাঁও থানার মোহরা মুজিব চত্বরে ‘মুজিববাদ আদর্শ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে মুজিব সৈনিক।

নিজ নিজ অবস্থান থেকে বিশেষ করে মুজিবাদর্শের সৈনিকদের এই মুহূর্তে জঙ্গিবাদের বিরুদ্ধে তৎপর হতে হবে বলেও সভায় উল্লেখ করেন সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল। একই সাথে শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধু বাংলাদেশ নিরাপদ বলেও মন্তব্য তার।

মইন উদ্দিন খান আরো বলেছেন, যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আজ সেই বাংলাদেশের আকাশে কালো মেঘের ঘনঘটা। বিদেশি শক্তির ওপর ভর করে দেশের কিছু বিপদগামী যুবক-যুবতি ধর্মের অপব্যাখ্যায় দীক্ষিত হয়ে দেশে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তাদের ব্যবহার করে একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এ চক্রান্ত সফল হবে না।

এমপি বাদল আরো বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে। ঠিক তখনই দেশে জঙ্গিবাদের উত্থান। যেটি দেশি বিদেশি একটি শক্তি পরিকল্পিতভাবেই তাদের প্রশিক্ষণ ও অর্থ দিয়ে মাঠে নামিয়েছে। যারা পেট্রল সন্ত্রাস করে ব্যর্থ হয়েছে তারা এসব অপকর্মের দায় এড়াতে পারেনা। তবে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার অত্যন্ত কঠোরভাবেই এই জঙ্গিবাদ দমন করছে। বাংলার মাটিতে জঙ্গিবাদের বসতি স্থায়ী করতে দেওয়া হবে না।

তিনি বলেন, দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষার জন্য আগামী নির্বাচনেও শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে বঙ্গবন্ধুর আদর্শকে সত্যিকার অর্থে ধারণ করতে হবে। শুধু মুখে মুখে মুজিব সৈনিক আর মুজিব প্রেমিক বলে মুজিবের নামে দোকান কিংবা তাকে প্রোডাক্ট বানালে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবেনা। মুজিবকে হৃদয়েই ধারণ করতে হবে। সেই হিসাবে মোহরা মুজিব সৈনিক সত্যিকার অর্থেই মুজিবের অাদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে।

এসময় চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাদল বলেন, চট্টগ্রামে অনেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তবে ফৌজদারহাট থেকে কালুরঘাট পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ, সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ, কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ, কর্ণফুলীতে ট্যানেল নির্মাণ, স্বন্দ্বীপ চ্যানেল সংস্কার ও উন্নয়ন এবং কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণের জোর দাবি জানান তিনি।

অালোচকের বক্তব্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, আমরা যখন জাতির জনকের জন্মদিন উদযাপন করছি, ঠিক সেই মুহূর্তে দেশের কয়েকটি স্থানে জঙ্গি হামলা সংঘটিত হয়েছে। জঙ্গিবাদের যে থাবা শুরু হয়েছে, সেটি চট্টগ্রামের লালখান বাজার, বাঁশখালী, সীতাকুণ্ড, মীরসরাই হয়ে সেটি কখন যে আপনার আমার ঘরে পৌঁছে সেটা এখন চিন্তার বিষয়। জঙ্গিবাদের থাবা থেকে দেশকে রক্ষা করতে মুজিব সৈনিকদের মুজিবের আদর্শকে হৃদয়ে ধারণ করে কাজ করতে হবে। দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে দেশে জঙ্গিবাদের যে কালো থাবা বিস্তৃত হচ্ছে সেটি একেবারে স্থায়ীত্ব লাভ করবে।

অারেক আলোচক একাত্তরের ঘাতক দালার নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট সীমান্ত তালুকদার বলেন, যারা পেট্রল বোমা সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করেও নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি। তারাই আজ জঙ্গিবাদের মাধ্যমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে তৎপর। তারা কখনো জেএমবি, কখনো হিযবুত তাহির, হিযবুত তাওহিদ আর আনসার উল্লাহ বাংলা টিমের নামে অাবির্ভূত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলার মাটিতে যতদিন পর্যন্ত মুজিব আদর্শের সৈনিকরা থাকবেন ততদিন তাদের সেই আশা পূরণ হবে না। এদেশকে আমরা কখনো পাকিস্তান অাফগানিস্তান বানাতে দেব না। সেজন্য এমপি মন্ত্রী কিংবা সরকারি পদ পদবীর দিকে না তাকিয়ে মুজিবাদর্শের সকল সৈনিককে একসাথে কাজ করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বঙ্গবন্ধুু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি আলম দিদারের সঞ্চালনায় এবং মুজিব সৈনিক মোহরার আহ্বায়ক আশফাক হোসাইন খানের সভাপতিত্বে অালোচনা সভায় বক্তব্য রাখেন, এমপি বাদলের সহধর্মিণী সেলিনা খান বাদল, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম চৌধুরী, নগর ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসির আরাফাত কচি, যুবলীগ নেতা আমির হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানিম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদনের পাশাপাশি কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন মুজিব সৈনিকের নেতৃবৃন্দ। এবঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মোহরা
আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিঞাকে সংগঠনের পক্ষ থেকে মুজিব পদক ২০১৭ প্রদান করা হয়।