রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দুই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

| প্রকাশিতঃ ২৮ মার্চ ২০২১ | ১২:১৯ অপরাহ্ন

বেনাপোল: ভারতে হোলি উৎসবের ছুটির জন্য আজ রবিবার (২৮ মার্চ) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সকালে থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা ।

অন্যদিকে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিকভাবে রয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, হোলি উৎসবের ফলে গতকাল শনিবার (২৭ মার্চ) দুপুরের পর থেকেই সকল কাজে ভাটা পড়ে।

আগামীকাল সোমবার (২৯ মার্চ) সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ভারতে হোলি উৎসবের ছুটির জন্য রবিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পণ্য খালাস করতে আসা ভারতীয় খালি ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোনো বাধা নেই।