চট্টগ্রাম: স্বাধীনতা ও জাতীয় দিবসে অগনিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে বাংলাদেশ ছাত্রলীগের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) শাখার নেতাকর্মীরা।
রোববার দিবসটি উপলক্ষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সভাপতি কাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংঠনিক সম্পাদক নিঝুম পারিয়াল রাজ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ই মার্চ এর স্বাধীনতার ডাক ও ২৫ই মার্চ ভোরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা করেন।
উক্ত আলোচনা সভা শেষে ছাত্রলীগের নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি র্যালি বের করেন ও পার্শ্ববর্তী নিউ ঝাউতলা প্রাইমারী স্কুলের শহীদ মিনারে একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্বাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সহ-সভাপতি সিজানুর রহমান সিজান, সানি দেব জয়, এম এইচ রিজভী; যুগ্ন সাধারণ সম্পাদক নাইমুল হাসান শিহাব, প্রবাল চৌধুরী; সাংগঠনিক সম্পাদক নুরুল আবসার সাগর; প্রচার সম্পাদক রিয়াজুল আলম শিহাব; দপ্তর সম্পাদক আদনান কুরাইশি জয়নুল; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন রিয়াজ; গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মুনির উদ্দিন সাঈম; উপ গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হিমেল; উপ ধর্মবিষয়ক সম্পাদক দেবরাজ ভৌমিক; সহ সম্পাদক সালাউদ্দিন কাদের রাসেল, শহিদুজ্জামান ইরফান; এছাড়াও উপস্থিত উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সোহেল,রাকিব, হায়দার, তাহমিদ, নজরুল প্রমুখ।