চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের শিক্ষার্থী আলাউদ্দিন আলাওল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় চবি শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ বলেন, ‘আইন শৃংখলা বাহিনীর প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা যদি প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে এ হত্যাকা-ের তদন্ত করে তবে সুষ্ঠু বিচার পাব।’ তিনি বলেন ‘হত্যার ধরণ দেখে বুঝা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যাকা-। এমন ঘৃণিত কাজ যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
আলাওলের ছোট ভাই সালাউদ্দিন বলেন, ‘আমাদের বক্তব্য আমরা পুলিশকে জানিয়েছি। তারা সে অনুযায়ী কাজ করছে। এরই মধ্যে পুলিশ অভিযুক্ত মেয়ের মা ও বোনকে আটক করেছে। আশা করছি আমরা সুষ্ঠু বিচার পাব।’
বাংলা বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, ড. প্রকাশ দাস গুপ্ত, লোকমান কবির, আরিফুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।