রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

খালেদা জিয়া জঙ্গিদের প্রতিনিধি : ইনু

| প্রকাশিতঃ ৩০ মার্চ ২০১৭ | ২:২৩ অপরাহ্ন

ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া দুটি জিনিস প্রমাণ করেছেন—তিনি জঙ্গিদের দোসর, সঙ্গী ও প্রতিনিধি এবং তিনি ভয়ংকর খুনিদের সিন্ডিকেট-প্রধান ও পাকিস্তানিদের নব্য দালাল। তাই জঙ্গিদের যেমন নির্মূল ও ধ্বংস করতে হবে, তেমনি ‘জঙ্গি প্রতিনিধি’ খালেদা জিয়াকেও রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায় জানাতে হবে।

​আজ বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, জঙ্গিরা ভয়ংকর খুনি। এরা ধর্ম মানে না, মানবতা মানে না। এরা মানবরূপী দানব।