শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বৃহস্পতিবার

| প্রকাশিতঃ ১১ মে ২০২১ | ১০:২৮ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।

দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে। আর ঈদ হবে বৃহস্পতিবার। এর অর্থ মধ্যপ্রাচ্যের সবকটি দেশেই ঈদ উদযাপিত হবে সেদিন।

সৌদি আরবকে অনুসরণ করে একই দিনে ঈদ উদযাপন হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আরও অনেক দেশ। বাংলাদেশের কয়েকটি জেলার শতাধিক গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে করে ঈদ উদযাপন করা হয়।

করোনাভাইরাস মহামারির কারণে এবারও সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে নানা বিধিনিষেধের মধ্যে উদযাপিত হবে ঈদ।