শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ৯০০

| প্রকাশিতঃ ২ এপ্রিল ২০১৭ | ৬:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৯০০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া খাগড়াছড়ি জেলার এক কেন্দ্রে নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় এইচএসসি পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ৬৯ হাজার ৭৩ জন নিবন্ধন করেন। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৮ হাজার ১৭৩ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলা ও নগরীর ৬১টি কেন্দ্রে ৬৫৩ জন, কক্সবাজারের ১৪ কেন্দ্রে ১০৮ জন, রাঙামাটি জেলার ১০ টি কেন্দ্রে ৪১ জন, খাগড়াছড়ি জেলার ৯ টি কেন্দ্রে ৭৮ জন এবং বান্দরবান জেলার ৪টি কেন্দ্রের ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। ৯৮টি কেন্দ্র পরিদর্শনে ৪০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম ছিল। টিমগুলো বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থার পাশাপাশি প্রশ্নফাঁস রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা ও সোচ্চার রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। রোববার সকাল সোয়া ১১টায় এইচএসসি পরীক্ষার এনায়েতবাজার মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, সচিব প্রফেসর আবদুল মবিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।