মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর ইস্পাহানি

| প্রকাশিতঃ ১৩ জুন ২০২১ | ৮:৫৮ অপরাহ্ন


ঢাকা : বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের সবচেয়ে পুরনো ব্যবসা প্রতিষ্ঠান ইস্পাহানি।

জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য এবারের সিরিজে একটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওয়ানডে) ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই তিনটি সিরিজের অফিসিয়াল নাম- ইস্পাহানি টেস্ট সিরিজ, ইস্পাহানি ওডিআই সিরিজ এবং ইস্পাহানি টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ৭ জুলাই টেস্ট ম্যাচ দিয়ে সিরিজের খেলা শুরু হবে। সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে ১৬ জুলাই এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই।

সবগুলো খেলা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

প্রসঙ্গত, বাংলাদেশে খেলাধুলা এগিয়ে নিতে ইস্পাহানি গ্রুপ সবসময় পৃষ্ঠপোষকতা করে আসছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এক যুগেরও বেশি সময় ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে ইস্পাহানি।