রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বঙ্গবন্ধু ভারতের পরম বন্ধু ও ঊঁচু মানের নেতা : নরেন্দ্র মোদী

| প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০১৭ | ৩:১৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে এসব চুক্তি সই হয়। এসময় নরেন্দ্র মোদী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারতের পরম বন্ধু এবং একজন ঊঁচু মানের নেতা আখ্যায়িত করে বক্তৃব্য রাখেন।

বঙ্গবন্ধুকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর ভূয়শী প্রশংসা এবং দ্বিপক্ষীয় বৈঠকে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার খবর পৃথক দুটি টুইটে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে।

সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ঋণ সহযোগিতা, প্রতিরক্ষা, বর্ডার হাট স্থাপন, কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতায় এগুলো সই হয়েছে বলে জানা গেছে।

এছাড়া চুক্তি ও সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আশার কথা শোনান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকালে রাষ্ট্রপতি ভবনে মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিক অভ্যর্থনা নেওয়ার পর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে ফুল দিয়ে হায়াদ্রাবাদ হাউজে যান শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকের পরপরই শীর্ষ বৈঠক হয়।