মিসরের উত্তরাঞ্চলে একটি গির্জায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানায় বলে বিবিসির খবরে বলা হয়।
কায়রোর উত্তরে তান্তা শহরের সেন্ট জর্জ কপটিক গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে তখন পাম সানডে উদ্যাপিত হচ্ছিল। খ্রিষ্টীয় দিনপঞ্জি অনুযায়ী কপটিক খ্রিষ্টানদের কাছে দিবসটি পবিত্র একটি দিন।
দেশটির কয়েকটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে।
এই বিস্ফোরণের কারণ জানা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে মিসরের সংখ্যালঘু খ্রিষ্টধর্মাবলম্বীরা আইএসের রোষানলের শিকার হয়েছে।
গত ডিসেম্বরে কায়রোতে একটি কপটিক ক্যাথেড্রালে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছিল।