
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড পৌরসদরের শেখনগর এলাকায় একটি মুরগির খামার থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) বিকাল তিনটার দিকে স্থানীয় খামারী মো. খোরশেদ আলমের মুরগির খামারে ইঁদুর ধরার ফাঁদে সাপটি আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী সোহেল রানা একুশে পত্রিকাকে বলেন, সারেংপাড়া এলাকার খোরশেদ আলম তার শেখ পাড়ায় অবস্থিত মুরগির খামারের খাদ্যের বস্তা ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা করতে বড় খাঁচায় একটি ফাঁদ বসান। আজ বিকাল তিনটায় ওই ফাঁদে একটি ইঁদুর ঢুকলে সাপটিও খাঁচায় ঢুকে পড়ে। পরে খামারী খোরশেদ আলম সাপটিকে খাঁচাসহ সীতাকুণ্ড রেল স্টেশন এলাকায় নিয়ে আসে।
বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জ কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন, স্থানীয় মুরগির খামারে একটি সাপ ধরা পড়ার খবর পেয়ে রাতেই সীতাকুণ্ড বিট কর্মকর্তাকে পাঠিয়ে সাপটি উদ্ধার করা হয়েছে। সীতাকুণ্ড বিট কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সাপটি ৫ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের। এটির নাম হেলে। তবে সাপটি শান্ত স্বভাবের এবং বিষধর নয়। এ ধরনের সাপ সহজে কাউকে দংশন করে না। আগামীকাল সাপটি সীতাকুণ্ডের গহীন বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।