চট্টগ্রাম : মুখে ধর্মের কথা বললেও বিএনপি-জামায়াতের অন্তরে ধর্ম নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াতের লক্ষ বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া। এই জামায়াত এবং বিএনপি ক্ষমতার লোভে ধর্মকে বারবার ব্যবহার করছে, মানুষ হত্যা করেছে। এরা ধর্মের কথা বললেও ইহুদির হাত-পা ধরতে কুণ্ঠাবোধ করে না। এদের নিজেদের অন্তরে কোনো ধর্ম নেই।
হানিফ আরও বলেন, বাংলাদেশে ইসলামী দলগুলোর দীর্ঘদিনের দাবি ছিল কওমি মাদ্রাসার স্বীকৃতি। সেখানে পড়াশোনা করা ১৬ লাখ ছাত্রের জীবন অন্ধকারের দিকে ছিল। এদের ভবিষ্যৎ বলে কিছু ছিল না। সেই কওমি মাদ্রাসা স্বীকৃতি আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন।
তিনি বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতিতে বিএনপির খুশি হওয়ার কথা ছিল। কারণ, বিএনপি সব সময় বলে, তারা নাকি ইসলামের ধারকবাহক। এখন বিএনপির গায়ে জ্বালা ধরেছে। তারা খুশি হতে পারেনি। তারা ভেবেছে, এই কওমি মাদ্রাসার স্বীকৃতির কারণে বিএনপির প্রতি অনাস্থা আসবে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রথম সহ-সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা এবং সীতাকুন্ডের সাংসদ দিদারুল আলম। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের সঞ্চালনায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে ২৫ জন বক্তব্য রাখেন প্রতিনিধি সভায়।