রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দলে অবশ্যই সমালোচনা থাকবে তবে তা জনসম্মুখে নয় : ড. হাছান মাহমুদ

| প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৭ | ১২:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ নয়, দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

নগরের দি কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সম্মেলনে ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ নয়, দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ ছিল। অভিযোগ উথাপন করা সেই বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এটি তৃতীয় বিশ্বের সর্বোচ্চ উথান। সুতরাং আজকে সমগ্র পৃথিবী স্বীকার করে, বাংলাদেশ বদলে গেছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, চায়ের দোকানে বলি, অমুক নেতা এই পেয়েছে সেই পেয়েছে। আমি কিছু পেলাম না। এই সমালোচনা। আপনি সেই সমালোচনা করবেন অবশ্যই। তবে সেই সমালোচনা চায়ের দোকানে হবে না। জনসস্মুখে হবে না। সেই সমালোচনা হবে দলের অভ্যন্তরীণ মিটিং যখন হবে তখন। আমি তৃণমূলের নেতাকর্মীদের বলবো, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে গেছে।

হাছান মাহমুদ বলেন, কয়দিন আগে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসেছিলেন, পৃথিবীর আরও অনেক দেশের গভর্নর এসেছিলেন। তখন ভারতের গর্ভনরের কাছে জানতে চাওয়া হলো- বাংলাদেশের অথর্নীতিকে চাঙা করার জন্য আপনার কী পরামর্শ? তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, আমি বাংলাদেশকে পরামর্শ দিতে আসিনি। বরং বাংলাদেশ থেকে শিখতে এসেছি। যেভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা এ প্রান্ত থেকে ওই প্রান্তে মুহুর্তের মধ্যে চলে যায়। এটি আমরা ভারতে করতে পারিনি। বাংলাদেশ পেরেছে।

তিনি বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা স্বপ্নের কথা বলেছিলাম, ডিজিটাল বাংলাদেশ। এটি এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। ১৬ কোটি মানুষের দেশ, ১৪ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। মোবাইল ফোনে শুধু কথা বলা যায় না, সবই করা যায়। আজকে এটি বাস্তব। রীতিমত আজকের চেহারার সাথে বিগত ১০ বছরের চিত্র দেখুন। আজকের চেহারা অনেক চকচকে। দিন বদলে গেছে। সুতরাং এটি স্বপ্ন নয় বাস্তবতা।

মালয়েশিয়া, সিঙ্গাপুরের গল্প বলি আমরা। মালয়েশিয়া ১৯৬৩ সালে স্বাধীনতা অর্জন করেছিল, ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতৃত্বে । একই দল আজও রাষ্ট্র ক্ষমতায়। আর ১০ বছর, ৫ বছর পর কেউ আর মালয়েশিয়ার গল্প বলবে না। কেউ আর সিঙ্গাপুরের গল্প বলবে না। শেখ হাসিনার উন্নয়নের গল্প বলবে, সমগ্র বিশ্ববাসী। এজন্য দলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌছিয়ে দিতে হবে।

নেতাকর্মীদের প্রতি হাছান মাহমুদ বলেন, দল এখন ক্ষমতায়। অনেকে দলে যোগদান করতে চায়। দলে যোগদান করার সময় ভেবেচিন্তে যোগদান করাতে হবে। যাকে তাকে দলে নেওয়া যাবে না।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রথম সহ-সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা এবং সীতাকুন্ডের সাংসদ দিদারুল আলম। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের সঞ্চালনায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে ২৫ জন বক্তব্য রাখেন প্রতিনিধি সভায়।